শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩

শেখ হাসিনার নির্দেশের অপেক্ষায় আছি : শামীম ওসমান

মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী : নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, ‘যে কোনো অবস্থা মোকাবিলা করার জন্য নারায়ণগঞ্জের নেতাকর্মীরা শেখ হাসিনার একটি নির্দেশের অপেক্ষায় আছে এবং সেটি আমরা করব, তবে শান্তিপূর্ণভাবে। কারণ আমরা মনে করি, উপরে আল্লাহ রাব্বুল আলামিন, নিচে আমাদের জনতা আর আমাদের পরিচালক হচ্ছেন শেখ হাসিনা, ইনশাআল্লাহ জয় আমাদের হবেই।’

শুক্রবার (২৮ জুলাই) রাজধানীর গুলিস্তানের আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগদান করে এসব কথা বলেন তিনি।

শান্তি সমাবেশে শামীম ওসমানের নেতৃত্বে অর্ধ লক্ষা‌ধিক নেতাকর্মী যোগদান করেন। এ সময় বিভিন্ন স্লোগান তুলে রাজপথে সরব অবস্থান নেন শামীম ওসমান ও তার অনুসারীরা।

এর মধ‌্য দিয়ে তার কথা রাখেন আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা। গত বুধবার দুপু‌রে যুক্তরাষ্ট্র থে‌কে দে‌শে ফি‌রেই ঢাকায় যুবলী‌গের আহূত শা‌ন্তি সমা‌বে‌শে বিপুলসংখ‌্যক নেতাকর্মী নি‌য়ে যোগদা‌নের ইঙ্গিত দি‌য়ে‌ছি‌লেন তিনি।

সকাল থে‌কে শান্তি সমাবেশে ‌যোগ দি‌তে নারায়ণগঞ্জের নেতাকর্মীরা ৩০০ বাস, ট্রাক ও পরিবহনে চড়ে ঢাকায় সমাবেশের উদ্দেশে রওনা দেন। পরে ঢাকা বিশ্ব‌বিদ‌্যালয় এলাকায় জড়ো হয়ে শামীম ওসমানের নেতৃত্বে শান্তি সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা।

এ সময় শামীম ওসমান বলেন, ‘আপনারা দেখেছেন নারায়ণগঞ্জ থেকে ৫০ থেকে ৬০ হাজার নেতাকর্মী দিয়ে এরই মধ্যে এ মাঠ পুরো ভরে গেছে। আমরা প্রমাণ করে দিতে চাই, নারায়ণগঞ্জের মাটি এক সময়ে আওয়ামী লীগের ঘাঁটি ছিল এবং এখনো আছে। যে কোনো অবস্থা মোকাবিলা করার জন্য নারায়ণগঞ্জের নেতাকর্মীরা শেখ হাসিনার একটি নির্দেশের অপেক্ষায় আছে এবং সেটি আমরা করব, তবে শান্তিপূর্ণভাবে।’


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.