নিজস্ব প্রতিবেদকঃ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বাহরাইন জেলা শাখার দপ্তর সম্পাদক মোঃ মাহবুবুর রহমানের মাতৃ বিয়োগে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে সংগঠনের নেতৃবৃন্দ।
মোঃ মাহবুবুর রহমানের মাতা কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার মোহন পুর দিঘির পাড় (মোহন পুর উচ্চ বিদ্য্যালয় সংলগ্ন পশ্চিম পাশের বাড়ি) নিবাসী মরহুম রোশন আলীর সহধর্মিনী।
এক বিবৃতিতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বাহরাইন জেলা শাখার দপ্তর সম্পাদক এবং মোহন পুর ইউনিয়ন প্রবাসী কল্যাণ পরিষদ বাহরাইন এর প্রতিষ্ঠাতা সভাপতি এবং দেবীদ্বার উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক জনাব মোঃ মাহবুবুর রহমানের মাতার মৃত্যর জন্য গভির সমবেদনা ও শোক জানিয়েছেন।
মাহবুবুর রহমানের মাতা দীর্ঘ কয়েক বছর বার্ধক্য জনিত নানা রোগে আক্রান্ত থেকে গত ৫ই জুলাই ২০২২ ইং রোজ মঙ্গলবার রাতে তাহার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যু কালে মরহুমার বয়স হয়েছিল ৭৫ বছর। মরহুমা পাঁচ পুএ সন্তান এবং চার কন্যা সন্তানের জননী ছিলেন।
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বাহরাইন জেলা শাখার সকল নেতৃবৃন্দ এবং বাংলাদেশে অবস্থানরত সকল নেতৃবৃন্দ, আওয়ামী পরিবারে সবাই ও জনাব মোঃ মাহবুবুর রহমান মহান আল্লাহ তায়ালা যেন উনার মরহুমা মাকে জান্নাত দান করেন এবং শোকার্ত পরিবারের সবাই এই শোক বহিবার শক্তি ও ধৈর্য ধারন করতে পারেন সেই দোয়া কামনা করেছেন।
Leave a Reply