মোঃ শাহিদুল ইসলাম:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কুমিল্লায় শতাধিক অসহায়-দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে কুমিল্লার দেবীদ্বার উপজেলার বরকামতা ইউনিযনে কুমিল্লা মডেল কলেজ মাঠে কুমিল্লা উত্তর জেলা যুবলীগের উদ্যোগে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এতে বরকামতা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা যুবলীগ নেতা মামুনুর রশিদ, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক সহসভাপতি লুৎফর রহমান বাবুল, বরকামতা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহালম, কুমিল্লা মডেল কলেজের অধ্যক্ষ জামাল হোসেন ও কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সম্পাদক জুলহাস মিয়াসহ অন্যান্যরা।
এ সময় কুমিল্লা উত্তর জেলা যুবলীগ নেতা মামুনুর রশিদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসন নিখিলের আহ্বানে দুই-শতাধিক অসহায়-দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছি। এর আগে কুমিল্লা উত্তর জেলা যুবলীগের উদ্যোগে বই বিতরণ, খাবার বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচিসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছি।
Leave a Reply