কুুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লায় ১৬১ বোতল ফেন্সিডিল ২৪ ক্যান বিয়ার ৭৮ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে। পরে ওই মাদক কারবারীকে মাদক মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
১৭ মার্চ বৃহস্পতিবার সকালে জেলার সদর দক্ষিনথানাধীন বাটপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হলেও ওই দিন দুপুরে এ তথ্য জানায় র্যাব।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন জেলার সদর দক্ষিণ মডেল থানার বিজয়পুর গ্রামের দাগন চন্দ্র দাসের ছেলে বিক্রম চন্দ্র দাস(২৭)।
র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার কোম্পানী অধিনায়ক উপপরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল বৃহস্পতিবার সকালে জেলার সদর দক্ষিন উপজেলার বাটপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ১৬১ বোতল ফেন্সিডিল, ২৪ ক্যান বিয়ার, ৭৮ বোতল বিদেশি মদসহ মাদক কারবারে ব্যবহৃত একটি প্রাইভেট কারসহ বিক্রম চন্দ্র দাসকে আটক করা হয়।
তিনি আরও জানান, সে দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ দেশের বিভিন্ন জায়গায় বিদেশি মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলেন। আটক এ মাদক কারবারীকে পরে কুমিল্লা সদর দক্ষিন থানায় হস্তান্তরসহ প্রয়োজনীয আইনানুগ ব্যবস্থাগ্রহন প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
Leave a Reply