কুমিল্লার দেবীদ্বারে গ্যাজেট প্রকাশের আগেই এক নবনির্বাচিত ইউপি সদস্যের মৃত্যু হয়েছে।
গত ৭ ফেব্রুয়ারী সপ্তম ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে উপজেলার ১০ নং গুনাইঘর (দক্ষিণ) ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য ইকবাল হোসেন রহিম মেম্বার (৬৫) রোববার দিবাগত রাত পৌনে ১০টায় দীর্ঘ রোগভোগের পর রাজধানীর ‘গ্রীণ লাইফ হাসপাতালে’ ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ২ কণ্যা বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার বাদ জোহর মরহুমের নিজ গ্রামের মাশিকাড়া উচ্চবিদ্যালয় মাঠে জানাযা শেষে পারিবারিক গোরস্তানে তার দাফন সম্পন্ন করা হয়েছে।