দেবিদ্বার প্রতিনিধিঃ
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহা-সড়কের দেবিদ্বারে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এক র্যাংগস কর্মকর্তার মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
সোমবার দুপুর পৌনে একটায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহা-সড়কের দেবিদ্বার পৌর এলাকার চাঁপানগর সড়কের মাথায় ওই দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বেলা পৌনে একটায় কোম্পানীগঞ্জ এলাকা থেকে ‘শাপলা র্রিক’ ফিল্ডের ইট বহনকারী দেবিদ্বারমূখী একটি অজ্ঞাত ট্রাক কোম্পানীগঞ্জ গামী একটি মোটর সাইকেলকে চাঁপা দিলে, মোটর সাইকেলটি (ফেনী-ল ১১-৫৭৩৪) সড়কের পাশে ছিটকে পড়ে এবং মোটর সাইকেল চালক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মাবুদ জানান, নিহতের সাথে থাকা ভিজিটিং কার্ড ও দুইটি মোবাইল সেট এবং কিছু টাকা পাওয়া গেছে। মোইল সেটের সূত্র ধরে তার স্ত্রী, চাচাতো ভাই এর সাথে কথা বলে জানা যায় তার নাম ফিরোজ মাহমুদ(৩৫) পিতা- মোঃ গিয়াস উদ্দিন। গ্রামের বাড়ি ফেনী জেলার দাগন ভূঁইয়া উপজেলার সেকান্দরপুর। ফিরোজ কুমিল্লা শহরের বাদুরতলা র্যাংগস গ্রুপের মোটর সাইকেলের ‘শো’রুমে কর্মরত ছিলেন। আজ সকালে কালেকশনে বের হয়ে কোম্পানীগঞ্জ ও মুরাদনগর যাওযার পথে দূর্ঘটনায় মারা যান।
প্রত্যক্ষদর্শি আমান উল্লাহ জানান, হঠাৎ একটি শব্দ পাই। এ সময় শাপলা ব্রিক ফিল্ডের ইট বহনকারী একটি ট্রাক মোটর সাইকেলটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এসময় ট্রাক থেকে বেশ কিছু ইট ছিটকে পড়ে, পুলিশ ওই ইট আলামত হিসেবে সংগ্রহ করে। দূর্ঘটনায় কবলিত লোকটি উদ্ধারের চেষ্টা করেও পারিনি কারন তার শরীরের কোন অংশই ধরার মতো ছিলনা, আমাকে কি যেন বলতে চেয়েও বলতে পারেনি, চোখের সামনেই তার মৃত্যুটা দেখলাম, খুব কষ্ট পেলাম।
সংবাদ পেয়ে র্যাংগস কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং সেলিম নামে এক কর্মকর্তা নিহত ফিরোজ মাহমুদকে সনাক্ত করেন।
মীরপুর হাইওয়ে পুলিশ ফাড়ীর ইনচার্জ মোঃ মাসুদ আলম জানান, নিহতের পরিচয় পাওয়া গেছে, বিকেল সাড়ে ৩টায় মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হবে, নিহতের স্বজনরা আসার পরই মামলার বিষয় চিন্তা করা হবে। ঘাটক ট্রাকটি খুঁজে বের করার চেষ্টা চলছে।
Leave a Reply