কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায়৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১২দশমিক ৯%। জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বিকেল ৫টা ৩০মিনিট এসব তথ্য নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী ১২ফেব্রুয়ারি বিকেল থেকে ১৩ফেব্রুয়ারি বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায়৩১১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। জেলায় এখন পর্যন্ত ৪২হাজার ৭৫৮জনের করোনা শনাক্ত হয়েছে। আজকের করোনা শনাক্ত কুমিল্লা সিটি ০৪জন, লাকসাম ০১জন,বুড়িচং০১জন, চান্দিনা ০৩ জন,দেবিদ্বার ১৪ জন,চৌদ্দগ্রাম ০২ জন,দাউদকান্দি ০৩ জন,নাঙ্গলকোট ০২জন,মনোহরগন্জ ০১ জন,মুরাদনগর ০১ জন,তিতাস ০৬ জন,মেঘনা ০২জন। জন। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৭৬জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন৬৫ জন।আজকের সুস্থ কুমিল্লা সিটি ২০জন,চান্দিনা ৪৫ জন।এনিয়ে মোট সুস্থ হলেন ৩৯ হাজার ২৬৬জন হয়েছে।
সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন,আমরা চেষ্টা করছি জনসচেতনতা বাড়িয়ে কীভাবে সংক্রমণ কমানো যায়। সে লক্ষ্যে প্রতিদিনই কাজ চলছে।
Leave a Reply