শাহিদুল ইসলামঃ
৭ম ধাপে জেলার দেবিদ্বার উপজেলার ১৫ ইউনিয়নে অনুষ্ঠিতব্য নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার দাবিতে মানববন্ধন করেছে ১২ ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা।
বুধবার দেবিদ্বার নিউ মার্কেট এলাকায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও তাদের সমর্থকদের অংশ গ্রহণে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এর আগে স্থানীয় একটি রেস্তোরায় প্রার্থীরা সংবাদ সম্মেলন করে প্রার্থীরা নৌকার প্রার্থীদের দ্বারা হয়রানী, প্রচারণায় বাঁধা, সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হমকী ও মিথ্যা মামলায় হয়রানীর অভিযোগ করেন।
১২ ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এলাহাবাদ ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. নুরুল আমিন বলেন, তফসিল ঘোষণার পর থেকেই বিভিন্ন ইউনিয়নে নৌকার চেয়ারম্যান প্রার্থীরা তাদের কর্মী- সমর্থকদের নিয়ে স্বতন্ত্র প্রার্থীদের হুমকী, প্রচারণায় বাঁধা ও নৌকা প্রতিক ছাড়া অন্য প্রতিকে ভোট দিলে এলাকা ছাড়া করার হুমকী দিচ্ছে। এছাড়াও তারা ভোটের দিন প্রকাশ্যে নৌকা প্রতিকে সিল মারার ঘোষণা দিয়ে বেড়াচ্ছে। প্রার্থীরা বলেন, থানা পুলিশ নৌকার প্রার্থীদের বিভিন্নভাবে সহায়তা করছে।
তাদের উপর হামলার ঘটনা ঘটলেও উল্টো স্বতন্ত্র প্রার্থীদের বিরুদ্ধেই মামলা করা হচ্ছে। নৌকার প্রার্থীরা নিজেদের অফিস ভাংচুর ও অগ্নিসংযোগ করে মিথ্যা মামলা দিয়ে স্বতন্ত্র প্রার্থীদের সমর্থকদের এলাকা ছাড়া করছেন। সংবাদ সম্মেলণে সুষ্ঠু নির্বাচনের দাবি করে আরও বক্তব্য রাখেন, ধামতী ইউপির স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মিঠু, ভানী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী জালাল উদ্দিন ভূইয়া, জাফরগঞ্জ ইউপির সোহরাব হোসেন, গুনাইঘর দক্ষিণ ইউপির আবদুল হাকিম খান, বড়শালঘর ইউপির আবদুল আউয়াল, মোহনপুর ইউপির ময়নাল হোসেন, গুনাইঘর উত্তর ইউপির আলী আজ্জম সজল, সুলতানপুর ইউপি জসিম উদ্দিন, সফিকুল ইসলাম, ইউসুফপুর ইউপির মাজহারুল হক মামুন ,সুবিল ইউপির আবু তাহের ও ফতেহাবাদ ইউপির মফিজুল ইসলাম।
Leave a Reply