জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯-এ কল করে পুলিশের সহযোগিতা চেয়েছেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের স্ত্রী ডা. জাহানারা এহসান।
ধানমন্ডি থানা পুলিশ জাহানারা এহসানকে থানায় নিয়ে এসেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ধানমন্ডি জোনের এডিসি এহসানুল ফেরদৌস এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘একটি সাধারণ ডায়েরির প্রস্তুতি চলছে। ডায়েরিতে যে অভিযোগ করবেন, সেটা জানানো যাবে।’
জাতীয় জরুরি সেবার এক কর্মকর্তা বলেন, ‘ধানমন্ডি এলাকা থেকে পারিবারিক সহিংসতা বিষয়ে একজন নারী কল করে সহায়তা চেয়েছিলেন। আমরা ধানমন্ডি থানাকে কানেক্ট করেছি। তারা সেখানে গিয়ে কী বিষয়, তা যাচাই করছে।’
Leave a Reply