বাংলাদেশের সহকারী অ্যাটর্নি জেনারেল, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ল'ইয়ার্স এসোসিয়েশন (নাবলা) এর সাবেক সভাপতি এবং নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের আইন বিভাগের প্রথম ব্যাচের সাবেক ছাত্র এডভোকেট মাহাদুনন্নবী এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী ইউনিভার্সিটি ল এলামনাই এসোসিয়েশনের (রুলা) প্রথম নারী প্রেসিডেন্ট নাহিদ সুলতানা যুথি।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) এক শোক বার্তায় এডভোকেট নাহিদ সুলতানা যুথী বলেন, রাষ্ট্রের আইন কর্মকর্তা হিসেবে তিনি অত্যন্ত নিষ্ঠা ও যোগ্যতার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি একজন সৎ ও আদর্শ মানুষ ছিলেন। আজীবন তিনি কোনদিন অন্যায় ও অসত্যের সাথে আপোষ করেননি। তিনি আমৃত্যু দেশ ও দেশের জনগণের কল্যাণে নিবেদিত ছিলেন বাংলাদেশের বিচার ব্যবস্থার মধ্যে সুদৃঢ় সেতুবন্ধন ও মেলবন্ধন ঘটিয়েছিলেন এই মহান ব্যক্তিত্ব। বিভিন্ন সময়ে তিনি দেশের সার্বিক উন্নয়নে বাংলাদেশ আইনজীবীদের ইতিবাচক ভূমিকার কথা অকপটে নানাভাবে তুলে ধরেছেন বিভিন্ন মাধ্যমে। তাঁর মৃত্যুতে দেশ একজন আদর্শ মানুষকে হারালো।
এডভোকেট যুথী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
উল্লেখ্য, রাজধানীর একটি হাসপাতালে কিডনী সমস্যা জনিত কারনে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় গত ৯ ডিসেম্বর রাতে সহকারী অ্যাটর্নি জেনারেল মাহামুদুনন্নবী উজ্জল ইন্তেকাল করেন।