স্পোর্টস ডেস্ক:
মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সোমবার (২৬ ডিসেম্বর) বঙ্গমাতা এশিয়ান সেন্ট্রাল জোন উইমেন্স ভলিবল চ্যালেঞ্জ কাপে মালদ্বীপকে ৩-২ সেটে হারিয়েছে বাংলাদেশ।
প্রথম সেটে বাংলাদেশ হেরে বসে ২৫-১৭ পয়েন্টে। পরের দুই সেটে জমজমাট লড়াইয়ের পর ২৫-২৩ ও ২৫-১৮ ব্যবধানে জিতে এগিয়ে যায় দল। কিন্তু চতুর্থ সেটে ২৩-২৫ পয়েন্টে হারে শঙ্কা জাগে আরেকটি পরাজয়ের।
পঞ্চম সেটের হাড্ডাহাড্ডি লাড়াইয়ে এক পর্যায়ে ১২-১২ সমতা। এরপর আরও দুই পয়েন্টে নিয়ে জয়ের দোরগোড়ায় পৌঁছে যায় দল। কিন্তু তিন পয়েন্ট হারিয়ে ফের চাপে পড়ে যায় বাংলাদেশ। এরপর এক পয়েন্ট তুলে নিয়ে ১৫-১৫ সমতায় ফেরে। স্নায়ুর চাপ সামলে পরের দুই পয়েন্ট তুলে জয়ের উৎসবে মাতে দল।
Leave a Reply