মোঃ শাহিদুল ইসলাম:
আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে ১৮ ডিসেম্বর ২০২১ দেবিদ্বার উপজেলা পরিষদ আন্তর্জাতিক অভিবাসী দিবস দেবিদ্বার উপজেলা পরিষদে উদযাপন করা হয়।
এ বছরের প্রতিপাদ্য বিষয় ছিল ‘‘শতবর্ষে জাতির পিতা, সুবর্ণে স্বাধীনতা, অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা’’ দেবিদ্বার উপজেলার প্রাঙ্গনে র্যালি ও আলোচনা সভা আয়োজন করে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম ( ওকাপ) ।
অভিবাসী দিবস উদযাপনের পরিচালনার দায়িত্ব ছিলেন প্রজেক্ট অফিসার ( ফিন্যান্সিয়াল লিটারেসি) রথিন্দ্র কোচ এবং সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা সুপারভাইজার নিলিমা পারভিন, কমিউনিটি মবিলাইজার গিয়াছউদ্দিন, হাসিনা আক্তার ও ফরিদা নাছরিন । এছাড়াও সার্বিক সহযোগিতায় ছিলেন ওকাপ এর পিয়ার সদস্য বিদেশ ফেরত মো: আব্দুর রহিম উত্তর গুনাইঘর ইউনিয়ন, পিয়ার সদস্য বিদেশ ফেরত সেলিম উত্তর গুনাইঘর ইউনিয়ন, পিয়ার সদস্য বিদেশ ফেরত মফিজুল ইসলাম এলাহাবাদ ইউনিয়ন, পিয়ার সদস্য বিদেশ ফেরত খলিলুর রহমান বড়শালঘর ইউনিয়ন এবং বিদেশ ফেরত অভিবাসী কর্মী ও বিদেশে অবস্থানরত অভিবাসী কর্মীর স্ত্রীসহ মোট ৫৮ জন ও দেবিদ্বার উপজেলা প্রেস ক্লাব এর সাংবাদিক শাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন অংশগ্রহণ করেন।
দিবসটি উপজেলা পরিষদ হতে ব্যানার, ফেসটুন নিয়ে র্যালি করে উপজেলা উত্তর গেইট পর্যন্ত প্রদক্ষিণ করে উপজেলা হল রুমে আলোচনা সভা আয়োজন করা হয় ।
Leave a Reply