নিজস্ব প্র্রতিবেদক:
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘মহাবিজয়ের মহানায়ক’ প্রতিপাদ্যে অনুষ্ঠাতের দ্বিতীয় পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ জাতি ধর্ম নির্বিশেষে সহাবস্থানে বিশ্বাসী। জাতির পিতার প্রদর্শিত পথে চলেছি বলে আর্থ-সামাজিক নানা খাতে অভাবনীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। এখানে সব শ্রেণি পেশার মানুষ বসবাস করছে। করোনার মধ্যে সব পেশার মানুষকে সহায়তা করা হয়েছে। বিশেষ করে গ্রামীণ শ্রম-পেশার মানুষদের বেশি সহায়তা দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকে বিজয়ের উৎসব ব্যাপকভাবে উদযাপন করছি। এই উৎসব শুধু উৎসব নয়, আগামী দিনের চলার পথের প্রতিজ্ঞা। আমরা জাতির পিতার স্বপ্নে ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, উন্নত সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলবো।
বঙ্গবন্ধুর সংগ্রামের চিত্র তুলে ধরে তিনি বলেন, আমরা তার (বঙ্গবন্ধুর) স্বপ্নের আলোকে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত, সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। সে লক্ষ্য নিয়ে কাজ করছি।
তিনি আরও বলেন, বন্ধুপ্রতীম দেশ, সংস্থা এবং ব্যক্তি যারা ৭১ সালে আমাদের নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে ভারত তখন অনন্য একটা মানবিক নজির স্থাপন করেছিলো। বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছিলো। আমাদের মুক্তিযুদ্ধে ভারতের অনেক সৈনিক জীবন দিয়েছেন। আমি তাদের আত্মার শান্তি কামনা করি।
Leave a Reply