অনলাইন ডেস্কঃ
শরীয়তপুরের নড়িয়া উপজেলার কেদারপুরের বাসিন্দা ইতালি প্রবাসী মো. মুরাদ মাদবর গেল ১২ ডিসেম্বর বিকেল পৌনে ৩টার দিকে নড়িয়া বাজারের ঝুমুর হোটেলের সামনের পাকা সড়কের পাশে তার মোটরসাইকেল রেখে কাজে যান। অজ্ঞাতনামা ব্যক্তিরা তার মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ১৩ ডিসেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মুরাদ বাদী হয়ে নড়িয়া থানায় একটি মামলা করেন।
মামলার পরিপ্রেক্ষিতে এক ঘণ্টার মধ্যে নড়িয়া থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) মো. হায়দার আলীসহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী ও কেদারপুর গ্রামের বাসিন্দা বাশার পাইক (৫০) এবং কেদারপুর ২ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী ও একই গ্রামের বাসিন্দা আতাহার খানকে (৫২) গ্রেপ্তার করে। এ সময় বাশার পাইকের কাছ থেকে মোটরসাইকেলটি জব্দ করা হয়। পরে আজ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
এসআই মো. হায়দার আলী বলেন, মামলার ভিত্তিতে মোটরসাইকেল চোর চক্রের দুজনকে গ্রেপ্তার করেছি। তাদের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের অভিযান চলছে।
নড়িয়া উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী পঞ্চম ধাপে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে গত ২৭ নভেম্বর। ৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। ১২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই ছিল। ১৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ৫ জানুয়ারি এসব ইউনিয়নে ভোটগ্রহণ করার কথা রয়েছে। মনোনয়নপত্র বাছাইয়ে আতাহার খান ও বাশার পাইক মেম্বার প্রার্থী হিসেবে বৈধতা পান।
Leave a Reply