ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারি পরিচালক মো. মিজানুর রহমানের নেতৃত্বে শনিবার (১১ ডিসেম্বর) রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের সুলতানপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এই সময় ১৫০ বোতল ফেনসিডিল ও ১৫০ বোতল এসকাফ জব্দ এবং চারজনকে আটক করা হয়।
এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা মাদক নিয়ন্ত্রন অধিদফতরের সহকারি পরিচালক মো. মিজানুর রহমান জানান, আটক এই ৪ জন দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। এরপর রোববার (১২ ডিসেম্বর) বিকেলে এই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
Leave a Reply