বিশেষ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্বামীর অবর্তমানে গভীর রাতে এক নারীর সাথে পরকীয়া করতে গিয়ে গণপিটুনির শিকার হলেন মৃদুল ইসলাম (২৫) নামে এক পুলিশ সদস্য।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী মোল্লাপাড়া এলাকায় ইয়াকুব মিয়ার ঘর থেকে তার স্ত্রী ও পুলিশ সদস্য মৃদুল ইসলামকে অনৈতিক অবস্থায় আটক করেন এলাকার লোকজন। পরে পুলিশ সদস্যকে এলাকাবাসী গণপিটুনি দেন। গৃহকর্তা ইয়াকুব মিয়া জানান, তিনি বুধবার (৮ ডিসেম্বর) সারা রাত গরুর খামারে ছিলেন। ভোরে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে বাড়িতে এসে ঘটনা জানতে পারেন এবং পুলিশ সদস্যকে আটক অবস্থায় দেখতে পান।
বৃহস্পতিবার ইয়াকুব মিয়া বাদী হয়ে পুলিশ সদস্য মৃদৃল ইসলামকে আসামি করে আড়াইহাজার থানায় লিখিত অভিযোগ দিলে থানা পুলিশের উপপরিদর্শক বোরহান ঘটনাস্থল থেকে পুলিশ সদস্য মৃদুল ইসলামকে (কং নং ১৭১৪) গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।
পুলিশ সূত্র জানায়, মৃদুল ইসলাম উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বৈলারকান্দী এলাকার জাইদুল ইসলামের ছেলে। তিনি বর্তমানে বরিশাল মেট্রোপলিটন পুলিশে কর্মরত আছেন। তিনি গত ৭ ডিসেম্বর ছুটিতে বাড়িতে আসেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত একটি প্রভাবশালী মহল পুলিশ সদস্যকে থানা থেকে ছাড়িয়ে নিতে চেষ্টা চালিয়ে যাচ্ছিল। আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
Leave a Reply