ভারতের সেনাবাহিনীতে ৪০ বছরের কর্মজীবন ছাড়াও সেনা ট্রাইব্যুনালের এই সদস্য আন্তর্জাতিক আইন ও যুদ্ধাপরাধ বিশ্লেষণ করে বলেন পাকিস্তানি হানাদার বাহিনীর ইচ্ছাকৃত বাঙ্গালী নিধন, ধ্বংসযজ্ঞ জেনেভা কনভেনশন অনুয়ায়ী ক্ষমার অযোগ্য অপরাধ।
৭১’এ ঢাকায় সাইমন ড্রিংসহ বিদেশি সাংবাদিক ও মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের পাকিস্তানীদের হত্যাযজ্ঞের বিবরণ স্মরণ করেছেন পানাগ।
নুরেমবার্গের নীতিমালায় সেনাদের আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করে সাধারণ মানুষকে হত্যায় এমন অবৈধ আদেশ কার্যকর করার জন্য দায়বদ্ধ থাকার বিষয়টিও তিনি উল্লেখ করেছেন। বলেছেন গণহত্যা এবং যুদ্ধাপরাধের প্রভাব সমগ্র আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর বর্তায়। কিন্তু পাকিস্তানের ক্ষমতাসীনরা এ হত্যাযজ্ঞের জবাবদিহির বাইরে থেকে গেছে।
Leave a Reply